প্রসঙ্গ বাংলাদেশ, পরমব্রতকে বয়কটের জোরালো ডাক, প্রত্যক্ষ প্রচার তথাগত রায়ের

অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ১৯ অক্টোবর: বাংলাদেশে হিন্দু নির্যাতনের পর মুস্লিম আক্রমণকারীদের পক্ষ নিয়ে দু’দিন আগেই বিতর্ক তৈরি করেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। মঙ্গলবার সেই বিতর্কে ঝড় বইতে শুরু করল। এদিন বিষয়টি নিয়ে তথাগত রায় টুইট ও ফেসবুকে পোস্ট করার পর দ্রুত বেড়ে চলেছে বয়কটের ডাক।

পরমব্রতর একটা লম্বা বক্তব্য দু’দিন আগে ফেসফুকে পোস্ট হয়। বিষয় ছিল বাংলাদেশের পুজোয় চলা হিংসা নিয়ে। লেখেন, ‘বাংলাদেশে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা তুলে ধরে, বিদ্বেষ সর্বত্র ছড়িয়ে গেছে এটা বলতে থাকাটা উস্কানি দেওয়া ছাড়া আর কিছুই নয়। এই ঘটনাগুলি থেকে যদি প্রমাণ হয় যে বাংলাদেশে হিন্দুরা বিপন্ন, তাহলে ভারতে গত সাত বছরে এরকম অগুনতি ঘটনা ঘটেছে এবং ঘটে চলেছে (এবং যেগুলি নিয়ে দেশ নেতারা অভূতপূর্ব ভাবে চুপ থেকেছেন।) যেগুলি থেকে আরও সহজে প্রমাণ হয় যে ভারতে মুসলমানরা বিপন্ন।’

মঙ্গলবার তথাগতবাবুর পোস্টের প্রতিক্রিয়ায় সুদীপ বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “একটি কোম্পানির বিজ্ঞাপন করে এই জন্তুটা। এই অ্যাপটি ইনস্টল করুন আর ১ (সর্বনিম্ন) রেটিং দিন। কমেন্টে লিখুন হিন্দু বিরোধী জন্তুটাকে দিয়ে বিজ্ঞাপন করানোর জন্য এই রেটিং।“ পার্থ সরকার লিখেছেন, “বড় নায়ক। #BoycottParambrata
#boycottparambratachattopadhyay।“
চন্দন মাইতি লিখেছেন, “এরা ভাড়ায় খাটে। এর বাংলায় সিনেমা চলছে না। তাই পেটের দায়!“ উৎপল দাস মহাপাত্র লিখেছেন, “ও একটা নায়কবাজ,….বাজ,পা-চাটা।”

রাজ দে লিখেছেন, “টোটাল ১২০/১৫০ জনের একটা লিস্ট করা উচিত। যারা বিকৃত বামপন্থার ছদ্মবেশে হিন্দু বিরোধী। সেটা অভিনেতা, লেখক, নাট্যকার ইত্যাদি সবাইকে নিয়ে। মার্কিং করে রাখা হোক। কে জানে, ২০২৪-২০২৬ এর পরে কাজেও লাগতে পারে।”

সুজন রায় লিখেছেন, “ভাড়া করা বুদ্ধিজীবী।“ ঋষি অদ্বৈত লিখেছেন, “ও তো অনেক পোষ্যদের মধ্যে একটা ও চুনোপুটি। বয়কট করা উচিত সমগ্র চিন্তাধারা টাকে সংস্কৃতি বিরোধী ইডিওলজিটাকে।“ মনোজিৎ ধর লিখেছেন, “এই মালটি পারফেক্ট গর্ভস্রাব৷ বরাহ বাচ্চার ফিল্ম বয়কট করুক কোলকাতার বাঙালি৷“

কেশব ব্যানার্জি লিখেছেন, “বলেন তো দেশ ভাগের আগে বাংলাদেশে ২৮% হিন্দু আজকে কিভাবে ৮% এর কমে নেমে আসলো? পাকিস্তানের ২৩% হিন্দু কিভাবে ১% এর কম হয়ে গেলো? উল্টো দিকে ভারতে ৯% এর কম মুসলিম আজকে কিভাবে ১৫-১৬% হয়ে গেলো?

লাস্ট সাত বছরে ভারতে কয়টি মসজিদ ভাঙ্গা হয়েছে? কয়জন মুসলিম হত্যা হয়েছে? উত্তর আপনার জানা নাই জানি, একটু খোঁজ নেন। জয় শ্রী রাম নিয়ে একটি ঘটনা আর গরুর মাংস বিষয়ক দুইটি ঘটনা। আর সবার মুখে সেই ৯০ এর বাবরি মসজিদ ভাঙার গল্প। এই ভারতেই মুসলিমরা কিছুদিন আগে এক হিন্দু সভার নেতাকে গলা কেটে হত্যা করেছে নবীজিকে অবমাননার অভিযোগে। ব্যাঙ্গালোরে ১৩% মুসলিম থাকে অথচ সেই মুসলিমরাই ব্যাঙ্গালোর শহর জ্বালিয়ে দিয়েছে নবীজী অবমাননার অভিযোগে। পশ্চিমবঙ্গে কত হিন্দু খুন হয়েছে মুসলিমদের হাতে জানেন? দিল্লির দাঙ্গার কথা মনে আছে? মুহাম্মদ শাহরুখই কিন্তু প্রথম গুলি চালিয়েছিলো। মোট ৫৬ জন মারা গিয়েছিলো যার মাঝে ২৪ জন হিন্দু। শুনেছেন কখনো বাংলাদেশে কোন হিন্দুর দ্বারা কোন মুসলিম খুন হতে?

বাবরি মসজিদের কথা সবাই বলে। কিন্তু ভারতের কাশ্মীরের এর পর হাজার খানেক মন্দির ভাঙ্গা হয়েছে সেটা জানেন? শুধু ভারতের কাশ্মীরেই ৫০০০ হাজারের মত হিন্দু পন্ডিতকে হত্যা করেছে আর কয়েক লাখ পন্ডিতকে ঘর ছাড়া করেছে জানেন সেটা? আর বাংলাদেশ পাকিস্তানে কত মন্দির ভাঙ্গা হয়েছে তার হিসেব কেও রাখেওনি।

আপনি এমন একটি দুর্গা পূজা দেখতে পারবেন যেবার বাংলাদেশে প্রতিমা ভাঙ্গচুর হয় নাই? ভারতে সামান্য কিছু হলেও হিন্দুদের ঘর বাড়ি মন্দির ভাঙ্গা হয়? ভারতে কি বাংলাদেশের প্রতিক্রিয়ায় কোনও মন্দির ভাঙ্গা হইছে নাকি মুসলিমদের বাড়ি বাড়ি হামলা হয়েছে? অথচ এই ভারতেই রোহিঙ্গা ইস্যুতে প্যালেস্টাইন ইস্যুতে মুম্বাই কলকাতা শহর জ্বলছে। কিন্তু হিন্দু হত্যায় সামান্য প্রতিবাদও আপনারা সহ্য করতে পারেন না।

লজ্জ্বা হয় আপনাদের মত কুলাঙ্গার আবর্জনা স্বজাতিকে ঘৃণা করে বুদ্ধিজীবী সাজেন। মনে রাইখেন শরিয়ার খড়্গ যদি কখনো নামে তাহলে সবার আগে এই চাটুকার অভিনেতা গুলোই জিহাদের তলোয়ারের নিচে আসবে। আপনার চাটুকারিতার কারণে আপনার কোনও ক্ষতি জিহাদিরা না করুক সেই প্রত্যাশাই করি। ধন্যবাদ। ভালো থাকবেন।”

One thought on “প্রসঙ্গ বাংলাদেশ, পরমব্রতকে বয়কটের জোরালো ডাক, প্রত্যক্ষ প্রচার তথাগত রায়ের

  1. শতদল বল। নন্দীগ্রাম। পূর্ব মেদিনীপুর। says:

    পরম ব্রত র পূর্ব পুরুষদের অস্তিত্ব তো বাংলাদেশ। পূর্ব পুরুষদের রক্ত হয়তো নেই।বা মিশ্র রক্তে গ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *