সরকারি জমি অবৈধ ভাবে দখল করে তৃণমূলের ক্লাব ঘরের উদ্বোধন ঘিরে বিতর্ক হেমতাবাদে

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৮ নভেম্বর: সরকারি জমি অবৈধ ভাবে দখল করে তৃণমূলের ক্লাব ঘরের উদ্বোধনের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি মোড় এলাকায়। রাজ্যের শাসক দলের নেতৃত্বদের সরকারি জমি দখলের ঘটনার প্রতিবাদে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি।

হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি কৃষি দপ্তরের সামনে রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের ধারে পিডাব্লুডি দপ্তরের জমির উপরে তৃণমূল কংগ্রেসের পতাকা লাগিয়ে রবিবার দুপুরে রনহট্টা আদর্শ সংঘ নামে একটি ক্লাবের উদ্বোধন করা হয়। ক্লাবের উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদদের সভাধিপতি কবিতা বর্মন, হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূলের হেমতাবাদ ব্লক সভাপতি শেখর রায় সহ ক্লাব সম্পাদক সৌরভ আলী সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। আর এর পরেই সরকারি জমিতে এই ভাবে ক্লাব ঘর নির্মাণ নিয়ে সরব হয় বিজেপি ও কংগ্রেস।

বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার বলেন, সরকারি জায়গা সম্পত্তি দখল করা তৃণমূলের কালচার। আমাদের জেলায় এমন একাধিক সরকারি জায়গা দখল করেছে তৃণমূল।

কংগ্রেসের জেলা নেতা মিহির দাসগুপ্ত বলেন, রাজ্য সড়কের ধারে সরকারি জমি এই ভাবে দখল করা ঠিক নয়। প্রশাসনকে অনুরোধ করব বিষয়টি দেখার জন্য।

যদিও এদিনের ক্লাবঘর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থেকে সরকারি জমি দখল করে ক্লাবঘর নির্মাণ নিয়ে অন্যায় কিছুই দেখছে না হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূলের হেমতাবাদ ব্লক সভাপতি শেখর রায়। তিনি বলেন, রাস্তার ধারের সরকারি জমি দখল করে এই ভাবে ক্লাবঘর নির্মাণ করা যায় না। তবে এমন অনেক দোকান, অফিস, দলীয় কার্যালয়, ক্লাব রাস্তার ধারে রয়েছে। সরকারের যখন জমির দরকার হবে এই জায়গা ছেড়ে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *