রোজই নতুন রেকর্ড! ২৪ ঘন্টায় দেশে আক্রান্ত ১৭ হাজার, মৃত্যু ৪০৭

আমাদের ভারত, ২৬ জুন: প্রতিদিন নতুন নতুন রেকর্ড তৈরি করছে করোনা। বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা কোটি ছুঁই ছুঁই। এদিকে গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ২৯৬। এখনো পর্যন্ত একদিনে এটাই সর্বাধিক। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪০৭ জনের।

এখনো পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৯০ হাজার ৪০৭। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে মোট করোনায় প্রাণ হারিয়েছেন ১৫,৩০১ জন। তবে সুস্থ হয়ে ওঠার হার বেড়েছে দেশে। এখনো পর্যন্ত ২ লক্ষ ৮৫ হাজার ৬৩৪ জন সুস্থ হয়ে উঠেছেন ভারতে।

আক্রান্তের সংখ্যার নিরিখে দেশে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেখানে করোনায় আক্রান্ত ১ লক্ষ ৪৭ হাজার ৪৪৭ জন। মৃত্যু হয়েছে ৬ হাজার ৯৩১ জনের। ২৪ ঘন্টায় মহারাষ্ট্রের ৪৮৪১ জনের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

মুম্বাইয়ের পরই খারাপ অবস্থা খোদ রাজধানী দিল্লির।সেখানে করোনা আক্রান্ত ৭৩ হাজার ৭৮০ জনের। ২৪২৯ জন গত ২৪ ঘন্টায় দিল্লিতে নতুন করে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৬৯ জনের।

তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। সেই রাজ্যের পরিস্থিতিও সাংঘাতিক। তামিলনাড়ুতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ৯৭৭। তবে রাজ্যে মৃতের সংখ্যা কিছুটা কম। মৃত্যু হয়েছে ৯১১ জনের। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩৫০৯ জন। তার মধ্যে চেন্নাইতেই ২০০০ জন আক্রান্ত হয়েছে।

সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যার নিরীখে ভারত আপাতত চতুর্থ স্থানে। সারা বিশ্বে মোট করোনা আক্রান্ত প্রায় এক কোটির কাছাকাছি, ৯৭ লক্ষ্য ১৪ হাজার ৮০৭। মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৯১ হাজার ৮৫৬ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *