
আমাদের ভারত, মেদিনীপুর, ২ মার্চ: সোমবার সকালে একটি পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে বেলদা থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে বেলদার রানীসরাইতে। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম বুধিয়া সরেন (৪০)। মৃত ব্যক্তি মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। বৃহস্পতিবার রাতের খাবার খাওয়ার পর শৌচ কর্ম করতে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় বুধিয়া। বাড়ির লোক অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। সোমবার সকালে গ্রামেরই একটি পুকুরে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা বেলদা থানায় খবর দেন। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
মৃতের ভাই মাধব সরেন জানিয়েছেন, তার দাদা দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার রাতে খাবার পর শৌচ কর্ম করার জন্য বাইরে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। সোমবার সকালে পুকুরের জলে একটি দেহ ভাসতে দেখে এলাকা বাসিরা খবর দিলে গিয়ে দেখি মৃতদেহটি দাদার।