দিল্লি সংঘর্ষে বন্দুক উঁচিয়ে পুলিশের দিকে এগিয়ে আসা উদ্ধত শাহরুখ আটক

আমাদের ভারত, ২৫ ফেব্রুয়ারি: ধুন্ধুমার চলছে চারিদিকে। তার মধ্যে লাল শার্টপরা উদ্ধ্যত যুবক রিভলভার নিয়ে তেড়ে যাচ্ছে পুলিশের দিকে। সোমবার দিল্লির রাস্তায় দেখা গিয়েছিল এমনই এক যুবককে। নিমেষে সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দু’দিন ধরে সিএএ বিরোধী ও সমর্থকদের সংঘর্ষে উত্তপ্ত হয়েছে রাজধানী। ইট-পাথর বৃষ্টি, গাড়ি, দোকান, রেস্তোরাঁ, পেট্রোল পাম্প ভাঙ্গচুর আগুন। চারিদিকে রণক্ষেত্র চেহারা। আর এই সংঘর্ষের মাঝে ভাইরাল হয়েছে ঐ উদ্ধত যুবকের রিভলভার হাতে ছবি। পুলিশ সূত্রে জানা গেছে, তার নাম শাহরুখ। তাকে আটক করেছে পুলিশ। শাহরুখ দিল্লির সাহাদারা এলাকার বাসিন্দা তার বয়স ৩৩ বছর।
তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। যে ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে তাতে দেখা গেছে রিভলবার হাতে জাফরাবাদ থেকে মৌজপুরের দিকে দৌড়ে আসছে শাহরুখ নামের ওই যুবক। তখনই সে মুখোমুখি হয় এক নিরস্ত্র পুলিশকর্মীর। এর পরে খানিক তফাতে গিয়ে সে গুলি চালায়। পুলিশকে হুমকি দিয়ে ধমক দিয়ে পিছু হটতে বাধ্য করে সে।

ঘটনাস্থলের আশপাশের বাড়ির ছাদ থেকে মোবাইলে তোলা হয়েছে ভিডিওটি। তাতে দেখা যাচ্ছে রাস্তা দিয়ে স্বাভাবিকভাবেই হেঁটে আসছিলেন ওই পুলিশকর্মী। হঠাৎ তিনি মুখোমুখি হন রিভলভার হাতে শাহরুখের। পুলিশকর্মী হাত তুলে বুঝিয়ে দেন তিনি নিরস্ত্র। কিন্তু তাতেও থামেনি শাহরুখ। পুলিসকর্মীর দিকের রিভলবার উঁচিয়ে হুমকি দিতে থাকে সে। শূন্যে গুলিও চালায়। তখন পিছনে থাকা অনেকেই গুলির শব্দে ভয়ে চিৎকার করতে শুরু করে। এলোপাথাড়ি পাথর ছুড়তে শুরু করে অনেকে। পাথর এসে লাগে পুলিশকর্মীর গায়েও।

সোমবার রণক্ষেত্র চেহারা নিয়েছিল রাজধানী। চলেছে ইট বৃষ্টি সংঘর্ষ। মঙ্গলবার সকালে বন্ধ হয়নি অশান্তি। রাজধানীতে এই ঘটনায় এক পুলিশ কনস্টেবল রতনলাল সহ মৃত্যু হয়েছে সাতজনের। আহত ১০০ জনের বেশি। আগুন লাগানো হয়েছে বহু গাড়ি, দোকান, টায়ার কারখানা, পেট্রোল পাম্পে। বন্ধ রয়েছে পাঁচটি মেট্রোস্টেশন। বন্ধ রয়েছে স্কুলও। জারি রয়েছে ১৪৪ ধারা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here