স্কুল কলেজের ফি মকুবের দাবিতে পূর্ব মেদিনীপুরে ডিএসও’র বিক্ষোভ ও ডেপুটেশন

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৯ জুন: একাদশ শ্রেণিতে ভর্তি সহ স্কুল কলেজের সমস্ত ফি মকুব ও ফ্রি বাস পাসের দাবিতে তমলুকে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক সহ হলদিয়া, কাঁথি ও এগরা মহকুমা শাসকের কাছে ছাত্র ছাত্রীদের গণ আবেদন পত্র ও স্বাক্ষর সম্বলিত দাবিপত্র নিয়ে অল ইন্ডিয়া ডিএসওর পক্ষ থেকে ছাত্র বিক্ষোভ ও ডেপুটেশন দেওয়া হয়।

সংগঠনের বক্তব্য, করোনা অতিমারির আক্রমণের কারণে দীর্ঘ লকডাউনের ফলে ছাত্রছাত্রীরা চরম অর্থনৈতিক সংকটের সম্মুখীন। তার পাশাপাশি আমফান ঘূর্ণিঝড়ের তান্ডবে পূর্ব মেদিনীপুর জেলার এক বিরাট অংশের মানুষ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত৷ এই অবস্থায়, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিশ্চিত করার দাবিতে শিক্ষার সমস্ত স্তরে ফি মকুব ও ফ্রি বাস পাসের দাবিতে আজ জেলা শাসক এবং জেলার তিনজন মহকুমা শাসকের কাছে বিক্ষোভ ও ডেপুটেশান দেয় ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও৷
সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে জানা গেছে, সকাল ১১ টায় তমলুক জেলা সদর সহ হলদিয়া, কাঁথি ও এগরা মহকুমার শহরে মিছিল করে জেলাশাসক ও মহকুমা শাসকের দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখানো হয় এবং ডেপুটেশান দেওয়া হয়৷

সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক বিশ্বজিৎ রায় জানান, করোনার আক্রমণের ফলে জনজীবন আর্থিকভাবে চরম সংকটের মুখে৷ আবার আমফান ঘূর্ণিঝড় তাদের সমস্যা বহুগুণ বাড়িয়ে দিয়েছে৷ এই অবস্থায় এই জেলায় হাজার হাজার ছাত্রছাত্রীদের শিক্ষাজীবন চরম অনিশ্চয়তার মুখে৷ তাই আজ জেলাশাসক ও জেলার সব মহকুমা শাসকের নিকট আমরা স্বাস্থ্যবিধি মেনে ছাত্র বিক্ষোভ ও ডেপুটেশন দিয়েছি৷ সংগঠনের দাবি, অবিলম্বে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে এবং ছাত্র-ছাত্রীদের শিক্ষাজীবন সুনিশ্চিত করতে একাদশ শ্রেণি ও কলেজে-কলেজে ভর্তি ফি, সেমিস্টার ফি মুকুব করতে হবে এবং ফ্রি বাসপাশ চালু করতে হবে৷ বিশ্বজিৎ রায় আরো জানান, এই দাবিতে জেলা জুড়ে অনলাইন ও অফলাইনে প্রায় ২০,০০০ ছাত্র ছাত্রীদের স্বাক্ষর ও গণ আবেদনপত্র সংগ্রহ হয়েছে৷ ইতিমধ্যে জেলার সমস্ত কলেজে ও ৩০০-র বেশি স্কুলে অনলাইনে ডেপুটেশন দেওয় হয়েছে৷ আমফান বিধ্বস্ত এলাকার সব মহকুমা শাসকের নিকট ডেপুটেশান দেওয়া হয়েছে৷ এই দাবি না মানলে বৃহত্তর ছাত্র আন্দোলন গড়ে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *