রেলের বেসরকারিকরণের বিরোধিতায় পূর্বী রেলওয়ে কর্মচারি সংঘ

আশিস মণ্ডল, রামপুরহাট, ১৯ সেপ্টেম্বর: রেলের বেসরকারিকরণের বিরোধিতা করে আন্দোলনে নামতে চলেছে আরএসএস প্রভাবিত ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত পূর্বী রেলওয়ে কর্মচারী সংঘ। রবিবার রামপুরহাট রেলমঞ্চে ত্রিবার্ষিক সম্মেলনে এমনই প্রস্তাব গৃহীত হয়েছে বলে দাবি সংগঠনের। সেই সঙ্গে এদিন ১৬ জনের একটি কমিটি গঠন করা হয়। তাঁরাই আগামী দিনে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে।

রবিবার সকাল থেকে রামপুরহাট রেলমঞ্চে হাওড়া ডিভিশনের পূর্বী রেলওয়ে কর্মচারি সংঘের অধিবেশন অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন সংগঠনের ফিনান্স সম্পাদক ভানুপ্রতাপ পাঠক। উপস্থিত ছিলেন দলের জোনাল সভাপতি হরেরাম মহারাজ, সাধারণ সম্পাদক তনয় কৃষ্ণ দাস। সভায় সংগঠনের সম্পাদক প্রতিবেদন পাঠ করেন হাওড়া ডিভিশন সম্পাদক সুব্রত দে।

সভায় সিদ্ধান্ত হয়, রেলের বেসরকারিকরণের বিরোধিতা করবে সংগঠন। এছাড়া শূন্যপদে নিয়োগ, রেলকে আরও সমৃদ্ধ করার দাবি জানিয়ে আন্দোলন করা হবে বলে সভায় আলোচনা হয়েছে। সংগঠনের ২০ টি শাখা থেকে ২০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। নতুন ১৬ জনের কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন অর্ণব মণ্ডল এবং সম্পাদক শশিভূষণ রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *