
আমাদের ভারত, বালুরঘাট, ৯ ফেব্রুয়ারি: ভারত-বাংলাদেশের বাণিজ্যিক উন্নতিতে জরুরি বৈঠক হিলি সীমান্তের শূন্য রেখায়। আমদানি রপ্তানী সহ একাধিক গুরুত্বপূর্ণ আলোচনা দুদেশের ব্যবসায়ীদের। দুই দেশের ব্যবসায়ীদের উপস্থিতিতে আয়োজিত ওই বৈঠকে আমদানি রপ্তানীর কাজে ব্যবহৃত লরিগুলি বিকল্প রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার বিস্তর আলোচনা হয় বৈঠকে। একই সাথে পাঁচ বছর আগে বন্ধ হয়ে যাওয়া পাট বীজ রপ্তানী পুনরায় চালুর বিষয়েও আলোচনা করেন দুই দেশের ব্যবসায়ীরা। শনিবার বিকেল থেকে চলা সন্ধ্যে পর্যন্ত ওই বৈঠকে দুদেশের বাসিন্দাদের কথা মাথায় রেখে হিলির শূন্য রেখায় একটি বিশ্রামাগার করার চিন্তাভাবনাও নেওয়া হয়েছে ব্যবসায়ীদের তরফে। যেখানে দুই দেশ থেকে আগত সাধারণ মানুষ পাসপোর্ট ছাড়াই নিজেদের মধ্যে কথাবার্তা করতে পারবেন বলেও জানানো হয়েছে ব্যবসায়ীদের তরফে। হিলির শূন্য রেখায় অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের আমদানি কারক গ্রুপের সভাপতি হারুন উল রসিদ, সিএনএফ অ্যাসোসিয়েশনের সম্পাদক আতাউর রহমান লিটন সহ ৮ থেকে ১০ জনের একটি প্রতিনিধি দল।
ভারতের তরফে হিলি এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলা উদ্দিন মন্ডল, সহকারি সভাপতি অশোক আগরওয়াল, সম্পাদক সঞ্জিত মজুমদার, উদয় বর্মন, সিটু জৈন সহ ৯ জনের প্রতিনিধি দল এদিন হাজির হন জিরে পয়েন্টের ওই বৈঠকে।
উল্লেখ্য প্রতিদিন হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে আমদানি রপ্তানির জন্য ব্যবহৃত হয় প্রায় দেড়শো থেকে দুশো লরি। তবে একটি রাস্তা ও তা সংকীর্ণ হওয়ায় আমদানি রপ্তানির কাজে কিছুটা বিঘ্ন ঘটে। ওপার থেকে খালি লরিগুলি আসার পরেই রপ্তানীর জন্য মাল বোঝাই লরিগুলি যেতে পারে ওপারে। দীর্ঘদিন ধরে চলা এমন সমস্যা কাটাতে বিকল্প রাস্তার খোঁজে এদিনের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ব্যবসায়ীদের অনেকেই। একই সাথে দীর্ঘ দিন আগে বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশে পাট বীজ রপ্তানীও যাতে চালু করা যায় সেই বিষয়েও আলোচনা হয় বৈঠকে। আগে বাংলাদেশের খামার বাড়ি থেকে অনুমতি নিয়ে পাট বীজ রপ্তানী করা সম্ভব হলেও বর্তমানে কিছু সমস্যার কারনে হিলি সীমান্ত দিয়ে বন্ধ রয়েছে পাটবীজ রপ্তানী। যা চালু করতে ততপর হয়েছেন উভয় দেশের ব্যবসায়ীরাই।
হিলি এক্সপোর্ট এসোসিয়েশনের সহ সভাপতি অশোক আরগওয়াল জানিয়েছে, পাসপোর্ট ছাড়া দুই দেশের বাসিন্দারা যাতে সীমান্তের শূন্য রেখায় আলোচনা করতে পারে সেই লক্ষ্যে এদিন বৈঠক হয়েছে। একই সাথে আমদানি রপ্তানি যাতে এক সাথে করা যায় সেই দিকটি সহ যাবতীয় সমস্যা নিয়ে আলোচনা হয়েছে ওই বৈঠকে।