এবার শুধু সংক্রামিতরাই নয় বাইরে বেরোলে সকলকেই মাস্ক পরার নির্দেশ দিল কেন্দ্র

আমাদের ভারত, ৪ এপ্রিল : এতদিন স্বাস্থ্য মন্ত্রকের তরফে বলা হয়েছিল সংক্রমিত ব্যক্তির কাছাকাছি না গেলে মাস্ক পরার প্রয়োজন নেই। কিন্তু এবার সেই নির্দেশ থেকে সরে এসে সবাইকে বাড়ির বাইরে বেরোলেই মাস্ক পড়ার নির্দেশ দিল কেন্দ্র। সে ক্ষেত্রে সার্জিক্যাল মাস্ক না থাকলে ঘরে তৈরি মাক্স পরতেই হবে বলে জানানো হয়েছে। এবার থেকে বাড়ীর বাইরে বেরোলেই ব্যবহার করতে হবে মাস্ক। সেক্ষেত্রে ঘরে তৈরি পুনর্ব্যবহারযোগ্য মাস্ক পড়তেই হবে। নতুন নির্দেশিকা জারি করে এ কথা জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। বিশেষ করে ঘন জনবসতিপূর্ণ এলাকায় যাদের বসবাস তাদের বাইরে বেরোলেই মাস্ক পরার ওপর জোর দেওয়া হয়েছে এই নির্দেশিকায়।

একইসঙ্গে নির্দেশিকায় বলা হয়েছে একজনের মাস্ক যেন অন্যজন কোনভাবেই ব্যবহার না করে। বাড়ির প্রত্যেক সদস্যের জন্য ঘরে দুটো করে কাপড়ের মাস্ক বানিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্র। প্রতিবার মাস্ক ব্যবহারের পর ভালো করে কেচে রোদে শুকিয়ে নেওয়ার কথা বলা হয়েছে নির্দেশিকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *