লকডাউনে ঘাটালে ন্যায্য মূল্যের সবজি স্টল সুফল বাংলার

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ৪ এপ্রিল: লকডাউন চলছে দেশজুড়ে সেই প্রভাব পড়েছে ঘাটালেও। লকডাউনের ফলে চাষিরা বাড়ি থেকে বেরতে পাচ্ছে না যোগাযোগ না থাকায় বাজারে সবজির পরিমাণ কম এবং অমিল হওয়ায় জেলা শাসকের নির্দেশে মহকুমা শাসকের উদ্যোগে ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ড এলাকায় বাজাজ শোরুমের পাশের বিল্ডিংয়ে শনিবার থেকে রাজ্য সরকারের সুফল বাংলার স্টল থেকে সবজি বিক্রি শুরু হয়েছে। সকাল আটটা থেকে বেলা এগারোটা পর্যন্ত সবজি বিক্রি হবে ন্যায্য মূল্যে।

চন্দ্রকোনা রেগুলেটেড মার্কেটিং সোসাইটির পরিচালনায় চলছে এই স্টল। যতদিন লকডাউন চলবে ততদিন এই স্টল থাকবে বলে জানিয়েছেন সুফল বাংলা স্টলে থাকা আধিকারিক।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here