বনগাঁয় প্রতিবেশী যুবতীকে অ্যাসিড ছোড়ার অভিযোগে গ্রেফতার বাবা-ছেলে

আমাদের ভারত, বনগাঁ, ২১ জানুয়ারি: যুবতী তুকতাক করে ক্ষতি করে, এই সন্দেহে প্রতিবেশী যুবতীকে অ্যাসিড ছোড়ার অভিযোগ উঠল বাবা ও ছেলের বিরুদ্ধে। সোমবার দুপুরে ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগণার বনগাঁ থানার পুরাতন বনগাঁ এলাকায়। অ্যাসিড ওই যুবতীর হাতে লেগে জখম হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় প্রতিবেশী এক যুবক ও তার বাবার বিরুদ্ধে সোমবার রাতে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে অভিযুক্তদের গ্রেফতার করেছে বনগাঁ থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সুদীপ হালদার ও তার বাবা দীপঙ্কর হালদার। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মিউরেটিক অ্যাসিড ছোড়া হয়েছিল। ধৃতদের আজ বনগা মহকুমা আদালতে তোলা হয়।

এই ঘটনায় আক্রান্তের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনও মন্তব্য করতে রাজি হয়নি।

যদিও অভিযুক্ত বাবা ও ছেলে জানিয়েছে, দীর্ঘ দিন ধরে এলাকায় তুকতাক করে লোকের ক্ষতি করে ওই মহিলা। তাঁদের পরিবারের উপরে তুকতাক করে ক্ষতি করেছে। এই সন্দেহে তাকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়ে। যদিও অ্যাসিডে তাঁর ডান হাত পুড়ে যায়। বনগাঁ হাসপাতালে চিকিৎসা চলছে।

পুলিশ জানিয়েছে, ধৃতদের মঙ্গলবার বনগাঁ আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here