কিংবদন্তি প্রাক্তন ফুটবলার পিকে ব্যানার্জির শারীরিক অবস্থার আরও অবনতি

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২ মার্চ:
ফের শারীরিক অবস্থার অবনতি হল প্রাক্তন ফুটবলার এবং প্রাক্তন কোচ পিকে বন্দোপাধ্যায়ের। সোমবার সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কলকাতার এক বেসরকারি হাসপাতালে বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন আছেন প্রবাদ প্রতিম এই প্রাক্তন ফুটবলার। চিকিৎসকরা জানিয়েছেন, ভেন্টিলেশনে রাখা হয়েছে পিকে বন্দ্যোপাধ্যায়কে। তবে তার শারীরিক অবস্থার উপর নজর রাখা হচ্ছে। তার শারীরিক অবস্থা সম্পর্কে জানানো হয়েছে পরিবারকে। প্রসঙ্গত, কয়েকদিন ধরেই প্রাক্তন স্টাইকারের শরীরের অবস্থা খুবই খারাপ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here