মাথায় বড় চুল থাকায় অ্যাডমিট কার্ড দিচ্ছেন না প্রধান শিক্ষক, প্রতিবাদে বিক্ষোভ স্কুলে

আমাদের ভারত, বারাসাত, ৫ মার্চ: সামনেই উচ্চমাধ্যমিক পরীক্ষা। স্কুলে অ্যাডমিট নিতে এসে বিপাকে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। মাথায় হাত দিয়ে আঙ্গুলে চুল বাধলেই অ্যাডমিট আটকে রাখছে প্রধান শিক্ষক। হাতে গোনা কয়েকজন পড়ুয়া অ্যাডমিট পেলেও অধিকাংশ পরীক্ষার্থীদের ফিরিয়ে দেওয়া হয়। এর প্রতিবাদে স্কুলের বাইরে পড়ুয়ারা বিক্ষোভ শুরু করে। বৃহস্পতিবার ঘটনাটি উত্তর ২৪ পরগণার বারাসাত নবপল্লি বয়েজ স্কুলের ঘটনা।

ছাত্রদের অভিযোগ, আগামী ১১ তারিখ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা। এমনিতেই পড়াশোনার চাপ। তাঁর পাশাপাশি টেনশনে বুক কাঁপছে। এই মুহুর্তে সেলুনে যাওয়া অসম্ভব। চুল কাটাতে সেলুনে গেলে দুই থেকে তিন ঘণ্টা নষ্ট হবে। অন্যদিকে প্রধান শিক্ষক অভিযোগ স্বীকার করে বলেন, অনেক দিন আগে থেকেই আমরা স্কুলে নোটিশ ঝুলিয়ে জানিয়ে দিয়েছিলাম ছাত্রদের সুলভ চেহারায় এসে অ্যাডমিড নিতে হবে। এমনকি স্কুল থেকে ছাত্রদের চুল কাটানোর জন্য ৫০ টাকা করে দেওয়াও হয়েছে। তারপরও চুল কাটায়নি। চুল কেটে স্কুলে আসলেই অ্যাডমিড পেয়ে যাবে। এই ঘটনার পর স্কুলের বাইরে প্রায় তিন ঘন্টা বিক্ষোভ করে পরীক্ষার্থীরা। পরে অন্য শিক্ষকদের আশ্বাসে বিক্ষোভ তুলে বাড়ি ফিরে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *