বাসের ধাক্কায় মৃত্যু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর, এলাকায় উত্তেজনা, পথ অবরোধ

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৫ ফেব্রুয়ারি:
পরীক্ষা দেওয়া হল না উচ্চমাধ্যমিকের ছাত্রী বনশ্রীর। এডমিট কার্ড আনতে এসে বাসের ধাক্কায় মৃত্যু হল ছাত্রীর। ঘটনায় স্থানীয়দের পথ অবরোধ।

সামনেই উচ্চমাধ্যমিক পরীক্ষা। সেই পরীক্ষার এডমিটকার্ড আনতে এসে বেপরোয়া যাত্রীবোঝাই বাসের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছে এক স্কুল ছাত্রীর। বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ মহিষাদল থানার লক্ষ্যা বাস স্ট্যান্ডের কাছে দুর্ঘটনাটি ঘটে। মৃত ছাত্রীর নাম বনশ্রী রাউল। মৃত ছাত্রীটির বাড়ি মহিষাদলের লক্ষ্যা ১নং পঞ্চায়েতের ডিহি মাসুড়িয়া গ্রামে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এদিন দুপুরে স্কুল থেকে বেরিয়ে সাইকলে চড়ে বাড়ির পথ ধরেছিল ছাত্রীটি। সেই সময় হলদিয়া থেকে চন্দ্রকোনা রোড যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। বাসটি প্রচন্ড গতিতে ছুটে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল ছাত্রীটিকে ধাক্কা মারে। এর জেরে ঘটনাস্থলেই এই ছাত্রীর মৃত্যু হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

মৃত ছাত্রী লক্ষ্যা হাইস্কুলের দ্বাদশ শ্রেণিতে পাঠরত বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা উত্তেজিত হয়ে হলদিয়া মেছেদা রাজ্য সড়ক অবরোধ করে দেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় মহিষাদল থানার বিশাল পুলিশ বাহিনী। বেশ কিছুক্ষণ অবরোধ থাকার পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here