মুখ্যমন্ত্রীর ঘোষণা মত চাল বিলি করতে গিয়ে বিক্ষোভের মুখে আইসিডিএস কর্মীরা

আমাদের ভারত, মালদা, ২০ মার্চ: করোনা ভাইরাস মোকাবিলা নিয়ে প্রশাসনকে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সময় যেসব সরকারি কর্মীদের পরিষেবা দেওয়ার জন্য ঝুঁকি রয়েছে, তাদের জন্য পাঁচ লাখ টাকা বিমার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের সমস্ত বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতিতে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বাড়িতে মিড ডে মিলের চাল ও আলু পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে। আর সেই চাল বিলি নিয়ে দুর্নীতির অভিযোগ উঠে আসল। চাল দিতে গিয়ে আইসিডিএস কর্মীরা গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার হবিবপুর থানার ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর চাঁদপুর এলাকায়।

গ্রামবাসীদের অভিযোগ, যে চাল সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে সেই চালের গুণগত মান খুবই খারাপ এবং সমস্ত চালে পোকা, যা খাওয়ার যোগ্য নয়। এই নিয়ে আইসিডিএস কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।ঘটনাটির মেনে নিয়েছেন হবিবপুর ব্লকের সিডিপিও নীলাঞ্জন বিশ্বাস। কী করে পোকা চাল দেওয়া হচ্ছে সে বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, পোকা ধরা চাল কী করে গ্রামে গেল সে বিষয়ে তদন্ত করে দেখা হবে সেই চাল পাল্টে ভালো চাল দেওয়া হবে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here