অবৈধ পোস্ত চাষের বিরুদ্ধে অভিযান 

আমাদের ভারত, মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: মঙ্গলবার চন্দ্রকোনায় অভিযান চালানোর পর আজ বুধবার ঘাটাল ব্লকের জামিরা গ্রামে অবৈধ পোস্ত চাষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল প্রশাসন। ঘাটাল ব্লকের দেওয়ানচক-২ গ্রাম পঞ্চায়েতের জামিরা এলাকায় বেশ কিছুদিন ধরে অবৈধ পোস্ত চাষ চলছিল। এলাকার কিছু কৃষক তাদের কৃষি জমিতে অন্যান্য ফসলের পাশাপাশি পোস্ত চাষ করছিল।

গোপন সূত্রে খবর পেয়ে আজ ঘাটাল ব্লকের বিডিও অরিন্দম দাসগুপ্ত আবগারি দপ্তর ও ঘাটাল থানার পুলিশকে সঙ্গে নিয়ে এলাকয় পৌঁছান। প্রশাসনের যৌথ অভিযানে এলাকার সমস্ত পোস্ত গাছ নষ্ট করে দেওয়া হয়। কারা এই পোস্ত চাষের সাথে জড়িত প্রশাসন সে বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে বলে ঘাটাল ব্লকের বিডিও অরিন্দম দাশগুপ্ত জানিয়েছেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here