জলপাইগুড়ির রানীনগর শিল্পতালুকে ঠান্ডা পানীয় প্রস্তুতকারী সংস্থার ৬৬০ কোটি টাকা বিনিয়োগ, হবে আড়াইশো জনের কর্মসংস্থান

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১২ সেপ্টেম্বর: জলপাইগুড়ির রানীনগর শিল্পতালুকে ঠান্ডা পানীয় প্রস্তুতকারী সংস্থা নতুন করে ৬৬০ কোটি টাকা বিনিয়োগ করল। কলকাতার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভার্চুয়ালি কারখানার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেসরকারি সংস্থার দাবি, বিপুল টাকা বিনিয়োগ করায় নতুন করে আড়াইশো জনের বেশি মানুষের কর্মসংস্থান হবে কারখানায়।

উল্লেখযোগ্য, এই কারখানায় ৬৬ শতাংশ মহিলা কাজ করেন। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় শিল্পের উদ্বোধনের সঙ্গে চাকরির নিয়োগ পত্র তুলে দেন। দেশের মধ্যে পশ্চিমবঙ্গের নয়জন দক্ষতার দিক থেকে ভাল ফল করেছেন। তাঁদের সংবর্ধনা দিলেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী রিপোর্ট দিয়ে রানীনগরের ঠান্ডা পানীয় প্রস্তুতকারী সংস্থার কারখানার উদ্বোধন করেন৷ রানীনগরে এক অনুষ্ঠান করা হয়েছিল মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পর। উপস্থিত ছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজা, বিদ্যুৎ, ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী বুলুচিক বড়াইক, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মণ, জেলাশাসক মৌমিতা গোদারা, পুলিশ সুপার দেবর্ষি দত্ত, বিধায়ক খগেশ্বর রায়, উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী উদয়ন সহ প্রমুখ। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করলেন অতিথিরা।

মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, “জলপাইগুড়ির রানীনগরে নতুন কারখানা হল। প্রচুর মানুষের কর্মসংস্থান হবে। আরও শিল্প হবে। এটা বাংলার জন্য ও জলপাইগুড়ির জন্য বিশেষ প্রাপ্তি। এখানে ৬৬ শতাংশ মহিলারা কাজ করেন।”

শিল্প মন্ত্রী শশী পাঁজা বলেন,”দিদি কলকাতা থেকে কারখানার উদ্বোধন করেন। আমরা সশরীরে রানীনগরে ছিলাম। খুবই ভাল উদ্যোগ।”

কারখানার চেয়ারম্যান নিরোজ গার্গ জানান, দেশের ১৬ নম্বর কারখানা হল। আমরা এখানে প্রচুর বিনিয়োগ করবো। ৬৬ শতাংশ মহিলা কাজ করেন। সবাই এসেছেন আমরা আশাবাদী এটা আরও বড় করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *