হুগলীর ষন্ডেশ্বর শিবমন্দিরে পুজো দিলেন সাংসদ লকেট চ্যাটার্জি

আমাদের ভারত, হুগলী, ২১ ফেব্রুয়ারি: ঐতিহ্যবাহী ঐতিহাসিক চুঁচুড়া শহরের পবিত্র ক্ষেত্র গঙ্গার পশ্চিমপাড় স্থিত “ষন্ডেশ্বর শিবমন্দির “। ষন্ডারূঢ়া ঈশ্বর বাবা ষন্ডেশ্বর। আনুমানিক ৪৫০ বৎসর পূর্বে জনৈক ব্রাহ্মণ দীগম্বর হালদার স্বপ্নাদৃষ্ট হয়ে গঙ্গাবক্ষ হতে উত্তোলিত কূর্মাকৃতি এই শিবলিঙ্গে মহা-শিবরাত্রির দিন প্রতিষ্ঠা করেন। সেই থেকে ষন্ডেশ্বর শিবের পুজো হয়ে আসছে। সারা বছরই এখানে প্রচুর ভক্তের সমাবেশ হয়। শিবরাত্রি র দিন উৎসাহ থাকে আরোও বেশী।
শুক্রবার এই মন্দিরে পুজো দেন হুগলীর সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

পুজো দিয়ে বেরোনোর সময় সাংবাদিকদের তিনি বলেন, প্রথমবার হুগলীর সাংসদ হওয়ার পর তার পুজো নিবেদন ষন্ডেশ্বর তলায়। এদিন তিনি আরোও বলেন, পোলবার পুলকার দূর্ঘটনায় ধৃত চালক মহঃ শামিম সহ ঘটনায় জড়িত বাকিদের কড়া শাস্তি হওয়া উচিত। ছোট ছোট ছেলে মেয়েদের জীবন নিয়ে যারা ছিনিমিনি খেলছে তাদের রেয়াত করা উচিত নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *