
আমাদের ভারত, ১৯ মে:
বড় বদল আনা হলো মোদী মন্ত্রিসভায়। আইন মন্ত্রীর পদ থেকে সরানো হলো কিরেণ রিজিজুকে। তার জায়গায় নতুন কেন্দ্রীয় আইন মন্ত্রী হচ্ছেন অর্জুন রাম মেঘাওয়াল। রিজিজুকে পরিবর্তে দেওয়া হচ্ছে ভূবিজ্ঞান মন্ত্রকের দায়িত্ব।
সম্প্রতি বিচার ব্যবস্থার সঙ্গে কেন্দ্রের কিছুটা হলেও বিরোধ তৈরি হচ্ছিল। তার প্রেক্ষিতেই কেন্দ্রের এই সিদ্ধান্ত কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপতি ভবনের তরফে নির্দেশিকা প্রকাশ করে এই রদবদলের কথা জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শ অনুসারে রাষ্ট্রপতি কেন্দ্রীয় মন্ত্রিসভায় বদলের ঘোষণা করেছেন। আগে কেন্দ্রীয় আইনমন্ত্রী ছিলেন কিরেণ রিজিজু। সেই জায়গায় এবার নতুন আইনমন্ত্রী হচ্ছেন অর্জুন রাম মেঘাওয়াল। আইনমন্ত্রকের পরিবর্তে রিজেজু ভূ বিজ্ঞান মন্ত্রকের দায়িত্ব পাচ্ছেন।
অন্যদিকে অর্জুন রাম মেঘাওয়াল আগে সংসদীয় বিষয়ক ও সংস্কৃতি মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন। এখন কেন্দ্রীয় আইনমন্ত্রকে পাশাপাশি তিনি ওই মন্ত্রকগুলির দায়িত্বও পালন করবেন আগামী দিনে।
দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এই প্রথমবার কোনঈ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর হাতে আইন মন্ত্রকের দায়িত্ব তুলে দেওয়া হল। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই রদবদল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি সুপ্রিম কোর্টের সঙ্গে একাধিকবার বিরোধে জড়িয়েছে কেন্দ্র। সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগে কলোজিয়াম ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন মামলার রায় নিয়ে একাধিকবার আইনমন্ত্রী বিরোধী জড়িয়েছেন। আইন ব্যবস্থা নিয়ে তাঁর বক্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। সেই প্রেক্ষিত থেকেও এই সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে।