মমতার ব্যানার্জির বড়ো ফাইনান্সার সিইএসসি’র সঞ্জীব গোয়েঙ্কা, বললেন বিজেপি নেতা সৌরভ শিকদার

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৭ জুলাই: মমতা ব্যানার্জির সবথেকে বড়ো ফাইনান্সার সিইএসসি। শুক্রবার কলকাতায় এই ভাষাতেই রাজ্য সরকারকে কটাক্ষ করলেন যুবমোর্চার কেন্দ্রীয় সম্পাদক সৌরভ শিকদার। তিনি বলেন, বর্তমানে রাজ্যে সমস্ত চিটফান্ড সমস্ত বন্ধ। তাই তৃণমূলের কালো টাকার উৎসে ধাক্কা লেগেছে। সেইজন্য সঞ্জীব গোয়েঙ্কার সিইএসসিকে আকড়ে ধরেছেন মুখ্যমন্ত্রী। অন্যায় ভাবে সিইএসসি মানুষের কাছ থেকে টাকা লুট করছে। কলকাতায় মানুষের বাড়িতে ভুয়ো বিল পাঠাচ্ছে। খোদ রাজ্যের বিদ্যুৎমন্ত্রীর বাড়িতে ভুয়ো বিদ্যুতের বিল পাঠানো হয়েছে বলে দাবি করেন যুবমোর্চার কেন্দ্রীয় নেতা সৌরভ শিকদার।

তিনি বলেন, যুবমোর্চাই একমাত্র পুলিশের লাঠি খেয়ে সিইএসসির বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। বিগত কয়েকদিন ধরে এবার কলকাতার সাধারণ মানুষ বিদ্যুতের বিল নিয়ে নিজেরা প্রতিবাদ করছেন। যা যুবমোর্চার আন্দোলনকে মান্যতা দিল মনে করেন সৌরভ শিকদার। সাধারণ মানুষের এমন প্রতিবাদের জন্য তাদের ধন্যবাদ জানান তিনি। যুবমোর্চার কেন্দ্রীয় সম্পাদক বলেন, সিইএসসির বিরুদ্ধে সাধারণ মানুষের পাশে রাজ্য যুবমোর্চা রয়েছে। আগামীদিনে সিইএসসির বিরুদ্ধে বিজেপি লড়াই করতে প্রস্তুত বলে জানান সৌরভ শিকদার।

One thought on “মমতার ব্যানার্জির বড়ো ফাইনান্সার সিইএসসি’র সঞ্জীব গোয়েঙ্কা, বললেন বিজেপি নেতা সৌরভ শিকদার

  1. Sabir Ahmed Barbhuiya says:

    আমরা আপনাদের এই খবরের চেনেলের ধারা অনেক খবরাখবর পেয়ে থাকি ।সুতরাং আপনাদেরকে সাধুবাদ জানাই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *