করোনা মোকাবিলায় বনগাঁ হাসপাতালে ৪৪ লক্ষ টাকার সামগ্রী দিলেন বিধায়ক বিশ্বজিত দাস

সায়ন ঘোষ, আমাদের ভারত, বনগাঁ, ২৯ মার্চ: মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে এগিয়ে এলেন বনগাঁ উত্তরের বিধায়ক বিজেপি নেতা বিশ্বজিত দাস। বিশ্বজিত বাবুই শুধু নয় এর আগেও বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরও করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য এককোটি টাকা জেলা শাসকের হাতে তুলে দেন। এবার এগিয়ে এলেন বিশ্বজিত দাস। তিনি উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমা হাসপাতালে ৪৪ লক্ষ টাকার সামগ্রী তুলে দিলেন বনগাঁর মহকুমা শাসক ও হাসপাতাল সুপারের দফতরে।

বনগাঁ মহকুমা হাসপাতালে করোনা আক্রান্তদের কোনও চিকিৎসার ব্যবস্থা নেয়। ইতি মধ্যে এই এলাকায় বেশকিছু মানুষ করোনার উপসর্গ নিয়ে ভর্তিও হয়। কিন্তু কোনও চিকিৎসা না করেই তাদের কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে রেফার করা হয়। এর ফলে বেলেঘাটা হাসপাতালে চাপ সৃষ্টি হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই সমস্ত হাসপাতাল গুলিতে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার ব্যবস্থা করতে বলেন। মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে বনগাঁর হাসপাতের জন্য ৪৪ লক্ষ টাকার জিনিস দিলেন বিধায়ক। এর মধ্যে ৫০টি বেড, একটি বিশেষ অ্যাম্বুল্যান্স, ভেন্টিলেট সাপোটিং মেশিন, মেডিকেল কিট সহ চিকিৎসার অন্যান্য সামগ্রী। উল্লেখ্য এক বছর আগে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। বিশ্বজিতবাবু বলেন, সারা বিশ্বে করোনা ভাইরাস মহামারির আকার নিয়েছে। ইতি মধ্যে কেন্দ্রীয় ও রাজ্য সরকার একগুচ্ছ কর্মসূচি নিয়েছে। স্থানীয় বিধায়ক হিসাবে আমিও লকডাউনের পর থেকেই এলাকায় মাক্স, ওষুধ, স্যানিটাইজার সহ একাধিক নিত্যপ্রয়োজনীয় জিনিস গ্রামবাসীর হাতে তুলে দিয়েছি। এবার বনগাঁর মানুষের কথা মাথায় রেখে, হাসপাতালের পরিকাঠামো আরও উন্নত করতে বিধায়ক কোটা থেকে ৪৪ লক্ষ টাকা হাসপাতালের জন্য দিলাম।

এই ব্যাপারে হাসপাতাল সুপার ও মহকুমা শাসক ও বনগাঁবাসী বিশ্বজিত দাসের এই ভূমিকাকে সাধুবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *