
অমরজিৎ দে, ঝাড়গ্রাম,২ জুন: একদিকে করোনা ভাইরাসের আতঙ্ক চলছে গোটা রাজ্যে জুড়ে। তার উপর এবার নতুন করে পঙ্গপালের আতঙ্ক ছড়াল ঝাড়গ্রামে। আশঙ্কা সত্যি করে তবে কি পশ্চিমবঙ্গে ঢুকেই পড়ল পঙ্গপালের দল প্রশ্নটা উঠতে শুরু করেছে?
ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের জোড়াশাল গ্রামে চাষের জমিতে পঙ্গপালের হামলাতেই লাউ এবং আদা গাছের দফারফা হয়েছে। এর ফলে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় কৃষকদের মধ্যে।কিছুদিন আগে আমফানের জেরে চাষবাসের ব্যাপক ক্ষতি হয়েছে। তার উপরে পঙ্গপালের দল এমন হামলা শুরু করলে ব্যাপক ক্ষতি হতে পারে বলে আশঙ্কায় কৃষকরা। এখন বেশিরভাগ জমি থেকে ধান কাটা হয়ে গিয়েছে। কিছু জমিতে সবজি যেমন লঙ্কা, ঝিঙে, কুমড়ো, পটল, কুঁদরি সহ বিভিন্ন ধরনের সবজি রয়েছে। জোড়াশাল গ্রামের বাসিন্দারা বলেন, গত এক-দু দিন বিকেলে ধূসর রঙের পঙ্গপাল দেখা গিয়েছে। আদা, লাউ গাছের দফারফা করে দিয়েছে।
ঝাড়গ্রাম জেলা কৃষি দপ্তরের ডেপুটি ডিরেক্টর মানস রঞ্জন প্রধান বলেন, আমাদের জেলায় পঙ্গপালের কোনও খবর নেই। রাজ্য থেকে এখনও পর্যন্ত এই সংক্রান্ত বিষয়ে নির্দেশও আসেনি। জমিতে কীট-পতঙ্গ থাকেই। তবে আমরা খবর নিয়ে দেখব।
রাজস্থান, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে পঙ্গপাল হানা দিয়ে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি করছে। এবার ঝাড়গ্রামের জোড়াশাল গ্রামে সেই পঙ্গপালের দলই ঢুকে পড়ল কি না, তা নিয়ে সংশয় তৈরি হচ্ছে? তার উপরে জঙ্গলমহলে সারা বছর ধরেই দলমার দাঁতালদের তাণ্ডব দেখা যায়। সত্যিই যদি পঙ্গপালের দল হামলা চালায় তাহলে জঙ্গলমহলের কৃষকদের অনেক ক্ষতি হবে বলে আশঙ্কা করছেন চাষিরা।