রাজ্যের কৃষকরা সন্মাননিধি প্রকল্প না পাওয়ায় মমতাকে দায়ী করলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা: দেশের কৃষকদের সুবিধার্থে প্রধানমন্ত্রী সম্মান নিধি যোজনায় কেন্দ্রীয় সরকার যে আর্থিক সহায়তা দিচ্ছে এ রাজ্যের কৃষকরা সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী পুরুষোত্তম রূপালা।

রবিবার কলকাতায় একটি বণিকসভা আয়োজিত আলোচনাসভায় তিনি বলেন, এই প্রকল্পে সারা দেশের কৃষকদের প্রতিবছর ৬ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়। বর্তমানে দেশের সাত কোটি কৃষককে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। তবে পশ্চিমবঙ্গে কৃষকের সংখ্যা কত সে বিষয়ে রাজ্য সরকারের কাছে হিসেব চাওয়া সত্ত্বেও রাজ্য সরকার কোনও রিপোর্ট পেশ করেনি। রাজ্য সরকার কৃষকদের যে আর্থিক সাহায্য দিয়ে থাকে, তার সঙ্গে কেন্দ্রের এই অর্থ যুক্ত হলে এরাজ্যের কৃষকরা বিশেষভাবে উপকৃত হতে পারতো বলে মন্ত্রী দাবি করেন। তিনি আরো বলেন, রাজ্য সরকারের সহায়তা ছাড়াই কেন্দ্র সরাসরি কৃষকদের কাছে এই সুবিধা পৌঁছে দিতে চিন্তাভাবনা করছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here