জঙ্গলমহলে আদিবাসী ছাত্র ছাত্রীদের বিশেষ ক্লাস

আমাদের ভারত, মেদিনীপুর, ৭ জুন: লকডাউননে প্রায় তিন মাস বিদ্যালয় বন্ধ থাকায় পিছিয়ে পড়া প্রথম প্রজন্মের ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়াতে এলাকার শিক্ষক-শিক্ষিকাদের আবেদন জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। সেইমতো আজ রবিবার জঙ্গলমহলের শালবনি ব্লকের রাধামোহনপুর আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা প্রান্তিক ছাত্র ছাত্রীদের অলচিকি ও বাংলা ভাষায় স্পেশাল ক্লাসের আয়োজন করেন।

ভারপ্রাপ্ত শিক্ষক তন্ময় সিংহ বলেন, ছাত্র ছাত্রীদের স্বার্থে সকল শিক্ষক শিক্ষিকাদের এগিয়ে আসা দরকার। সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষক-শিক্ষিকারা বাংলা ও অলচিকিতে ছাত্র-ছাত্রীদের স্পেশাল ক্লাসের প্রয়োজনীয়তা বোঝান। শিক্ষিকা নম্রতা খাঁ ছাত্র ছাত্রীদের পড়া বুঝিয়ে দিয়ে সপ্তাহে দু’দিন এভাবে ক্লাস করার কথা বলেন।শিক্ষক অসীম দোলই এবং পার্শ্বশিক্ষক নির্মল মান্ডি অলচিকি ভাষায় শিশু পড়ুয়াদের হোমটাস্ক এবং স্বাস্থ্য বিধি বুঝিয়ে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *