রাতের অন্ধকারে গাছের চারা কেটে নিল দুষ্কৃতীরা

আমাদের ভারত, হাওড়া, ২৭ নভেম্বর: রাতের অন্ধকারে প্রায় ৫০টি নানা প্রজাতির গাছের চারা কেটে নিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে পাঁচলা থানার দেউলপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনায় পঞ্চায়েতের পক্ষ থেকে পুলিশে অভিযোগ জানানো হলেও এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

জানাগেছে, মাস চারেক আগে দেউলপুর গ্রাম পঞ্চায়েত এবং একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এলাকায় প্রায় দেড়শ টি বিভিন্ন প্রজাতির গাছের চারা লাগানো হয়। পঞ্চায়েত সূত্রে খবর, নিয়মিত পরিচর্যার ফলে গাছগুলি বেড়ে উঠলেও সম্প্রতি কয়েকজন দুষ্কৃতী রাতের অন্ধকারে ৫০ টি গাছের চারা কেটে নেয়। অভিযোগ, দুষ্কৃতীরা এলাকায় অশান্তি পাকানোর লক্ষ্যে এই ঘটনা ঘটিয়েছে।ঘটনায় পুলিশের পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here