দিদিকে বলো কর্মসূচি করতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে এলাকা ছাড়লেন ডেপুটি স্পিকার

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৯ নভেম্বর: গত লোকসভা নির্বাচনে মুখ পুড়েছে শাসকদলের। একের পর এক আসন হাতছাড়া হয়েছে। সেই ক্ষত মেরামতের জন্য শুরু হয়েছিল দিদিকে বলো কর্মসূচি। আর সেই দিদিকে বলো কর্মসূচি করতে গিয়ে গ্রামবাসীদের বাধার মুখে পড়লেন বিধানসভার ডেপুটি স্পিকার তথা ঝাড়গ্রামের বিধায়ক সুকুমার হাঁসদা।

কাল সোমবার ঝাড়গ্রাম জেলার বিনপুর ১নং ব্লকের দহিজুড়ির বাঁদরবনী গ্রামে জনসংযোগ যাত্রা দিদিকে বলো কর্মসুচির জন্য সন্ধ্যায় গ্রামে যান বিধায়ক সহ একাধিক শাসক দলের নেতা কর্মীরা। গ্রামে বিধায়ক পৌছনর পরেই গ্রামবাসীরা তাদের ক্ষোভ উগরে দেন। গ্রামবাসীরা প্রশ্ন তোলেন, ”এতদিন কোথায় ছিলেন?” তাঁদের অভিযোগ, ভোটের পর থেকে এলাকায় দেখা যায় না বিধায়ককে। গ্রামবাসীরা দাবি তোলেন, বিধায়ক থাকলে দিদিকে বলো কর্মসুচি করতে দেবেন না। পরে বিনপুর এক ব্লকের ব্লক সভাপতি শ্যামল মাহাতর আশ্বাসে বিক্ষোভ কিছুটা প্রশমিত হয়। তারপর বাদ্ধ হয়ে বিধায়ক এলাকা থেকে বেরিয়ে গেলেও দিদিকে বলো কর্মসুচি করতে পারেনি তৃণমুল নেতৃত্ব।

16 মন্তব্যসমূহ

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here