শীলাবতী নদীর জল বাড়ায় ঘাটালের বন্যা পরিস্থিতি উন্নতি হয়নি, বিদ্যুৎ বিহীন প্লাবিত এলাকা

কুমারেশ রায়, মেদিনীপুর, ২০ জুন:
ঘাটালের বন্যা পরিস্থিতি প্রায় একই আছে। পুরসভার ১২টি ওয়ার্ড জলমগ্ন। এছাড়া চন্দ্রকোনা ১ ব্লক এর পুড়সুরি এবং খরার পৌরসভার চারটি ওয়ার্ড বন্যার জলে প্লাবিত। নতুন করে কোনও এলাকা প্লাবিত না হলেও মহাকুমাতে দেড় লক্ষাধিক মানুষ জলবন্দি।

সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুলতানপুর দেওয়ানচক, বালিডাঙ্গা, সোয়াই, লক্ষ্মণপুর খালিশাকুণ্ডু এলাকা প্লাবিত হয়েছে।

ঘাটাল পুরসভার প্লাবিত ওয়ার্ডগুলিতে বিদ্যুৎ সংযোগ শনিবার থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। আটটি পাম্প হাউস এর মধ্যে তিনটি পাম্প হাউসে বিদ্যুৎ সংযোগ এখনো দেওয়া হয়নি, ফলে ওই এলাকার মানুষদের পানীয় জল সরবরাহ বিঘ্নিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *