করোনা মোকাবিলায় শালবনী ব্লক তৃণমূলের উদ্যোগে চালু হল হেল্পলাইন

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ মে: সবার জন্য রেশন অর্থাৎ যাদের রেশন কার্ড নেই তাদেরও রেশন বরাদ্দ করতে হবে এবং ঘরের বাইরে আটকে থাকা মানুষদের বাড়ি ফিরতে ও অনান্য সমস্যায় সাহায্য করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণাতে শালবনী ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে “হেল্পলাইন” চালু করা হয়েছে।
এরকম যেকোন সমস্যায় 8900356342 -এই নাম্বারে ফোন এবং
9126517626, 9564998659,
8535921508- এই তিনটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা যাবে।

যেসব পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করা সম্ভব হবে সেগুলি হল-
১. সবার জন্য রেশন, অর্থাৎ কার্ড না থাকলেও রেশনের ব্যাবস্থা করা।
২. রাজ্যের বাইরে থাকা মানুষদের সাহায্য ও
ফেরার জন্য সাহায্য করা।
৩. রাজ্যের ভেতর অন্য জেলাতে স্থানান্তরকরণ।
৪. চিকিৎসা জনিত সব রকম সহযোগিতা ও অ্যাম্বুলেন্স পরিষেবার ব্যবস্থা করা
৫. অনান্য সরকারি প্রকল্পের অন্তর্ভুক্ত হতে সহযোগিতা করা
৬. মানুষদের জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর ব্যবস্থা করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *