পুজো নিয়ে আদালতের সিদ্ধান্তকে মান্যতা দিক রাজ্য সরকার: সেলিম

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৯ অক্টোবর : পুজো নিয়ে হাইকোর্টের সিদ্ধান্তকে মান্যতা দিক রাজ্য সরকার, উত্তর ২৪ পরগনার বেলঘরিয়া দেশপ্রিয় নগরে দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে একথাই সাংবাদিকদের বললেন সিপিএম নেতা মহম্মদ সেলিম।

পুজো নিয়ে হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে প্রতিক্রিয়া দিতে গিয়ে সিপিএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম বলেন, “বর্তমানে বিশ্বজুড়ে স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে একটা জরুরি অবস্থা চলছে। সেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের বাজার গরম করতে চাইছেন। উনি নিয়ম নীতি, আইন কিছুই মানেন না। উৎসব করার অধিকার সকলের আছে। কিন্তু সেটা উপাস্য ও উপাসকের সম্পর্ক হওয়া উচিত। বর্তমানে তার বাইরে গিয়ে লোক দেখানো যে ব্যাপারটা হচ্ছে সেটা বন্ধ হওয়া উচিৎ। বর্তমান যা অবস্থা চলছে, তাতে অন্যদের মত আদালতের ও মনে হয়েছে পুজোর পর রোগের ভয়ঙ্কর আকার নিতে পারে, তাই রাজ্যকে সতর্ক করেছে আদালত। কোর্ট যেটা বলেছে আশা করি এবার রাজ্য সরকার সেটা মানবে। এই সরকার কোর্ট মানে না। এবার অন্তত কোর্টকে জোর করে এই সিদ্ধান্ত রাজ্য সরকারকে মানাতে হবে। আদালত সকলের কথা চিন্তা করে ভালো সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।”

রাজ্যে ৩৫৬ ধারা জারি নিয়ে সিপিএম নেতা মহম্মদ সেলিম বলেন, “বিজেপি ভয় পেয়ে পিছনের দরজা দিয়ে আসতে চাইছে। তাই এই সব চর্চা চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় আগে ৩৫৬ প্রয়োগের কথা বলতেন। এখন বিজেপি বলছে। আমরা এসব নিয়ে মাথা ঘামাই না।” সোমবার বিকেলে উত্তর ২৪ পরগনার বেলঘড়িয়া দেশপ্রিয়নগরে শ্রমজীবী রান্নাঘরের উদ্বোধনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেন মহম্মদ সেলিম। এ দিন কয়েকশো মানুষকে কামারহাটির সিপিএম বিধায়ক মানস মুখার্জির পক্ষ থেকে পুজোর উপহার হিসেবে নতুন বস্ত্র তাদের হাতে তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *