কলকাতায় দুর্ঘটনা কমাতে আইআইটি খড়্গপুরের ট্রেনিং ক্যাম্প

আমাদের ভারত, খড়্গপুর, ২৮ এপ্রিল: কলকাতা ট্রাফিক পুলিশ এবং পরিবহন দফতরের আধিকারিকদের জন্য রোড সেফটি ট্রেনিং ক্যাম্পের আয়োজন করেছে IIT খড়গপুর। কলকাতার পুলিশ ট্রেনিং স্কুলে (পিটিএস), কলকাতা পুলিশের কমিশনার ভি কে গোয়েল, আইআইটি খড়গপুরের ডিরেক্টর অধ্যাপক ভি কে তিওয়ারি আজ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। হরি কিশোর কুসুমাকর, কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার, কলকাতা পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইআইটি খড়গপুরের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। আইআইটি খড়গপুরের ফ্যাকাল্টি সদস্যদের একটি দল কলকাতা পুলিশের প্রায় ২০০ আধিকারিককে প্রশিক্ষণ দিচ্ছে। এই প্রশিক্ষকদের মধ্যে রয়েছেন, প্রফেসর ড. ভার্গব মৈত্র, ডাঃ অর্কপাল গোস্বামী, ডাঃ স্বাতী মৈত্র এবং ডাঃ মধুমিতা পাল রয়েছেন।

আইআইটি খড়গপুরের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ড. ভার্গব মৈত্র বলেছেন, “আইআইটি খড়গপুর সংশ্লিষ্ট সব বিভাগের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং তাদের রাস্তা দুর্ঘটনা এবং এর ফলে মৃত্যু কমাতে সহায়তা প্রদান করছে। এই প্রশিক্ষণ বিশেষভাবে কলকাতা শহরের সড়ক নিরাপত্তা পরিস্থিতি বাড়ানোর ক্ষেত্রে কলকাতা ট্রাফিক পুলিশ অফিসারদের ভূমিকা ও দায়িত্বের কথা মাথায় রেখে আয়োজন করা হয়েছে৷

আইআইটি পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে, যার মধ্যে রয়েছে গতি ব্যবস্থাপনা, জরুরি প্রতিক্রিয়া, প্রয়োগ, যানজট মোকাবিলার কৌশল, উদ্ভাবনী ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা ইত্যাদি। গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ (GRSP) এর সহায়তায় IIT দ্বারা একটি গতি ব্যবস্থাপনা নীতি এবং রোডম্যাপ তৈরি করা হয়েছে যা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকার নীতিগতভাবে গ্রহন করেছে। IIT খড়গপুরকে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দফতর, পুলিশ বিভাগ, সড়ক উন্নয়ন বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সঙ্গে সড়ক দুর্ঘটনা কমাতে একটি সড়ক নিরাপত্তা দৃষ্টি নথি এবং রোডম্যাপ তৈরি করার দায়িত্ব দিয়েছে।

One thought on “কলকাতায় দুর্ঘটনা কমাতে আইআইটি খড়্গপুরের ট্রেনিং ক্যাম্প

  1. Pingback: IIT Kharagpur Conducts Road Safety Training for Kolkata Police | The KGP Chronicle

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *