কাঁথিতে সভা ফেরত বিজেপি কর্মীদের উপর তৃণমূলের হামলা, অগ্নিগর্ভ এলাকা

আমাদের ভারত পূর্বমেদিনীপুর, ৪ জানুয়ার : নন্দীগ্রামে বিজেপি কর্মীদের ওপর আক্রমণের পুনরাবৃত্তি হলো রবিবার কাঁথিতে। নন্দীগ্রামের ভুতা মোড়ে গত ১ জানুয়ারি শুভেন্দুর মিছিলে যোগ দিতে আসা বিজেপি কর্মীদের ওপর আক্রমন করে তৃণমূল কর্মীরা। ওই ঘটনায় আহত হয় বেশ কয়েকজন বিজেপি কর্মী। সেই ঘটনার পুনরাবৃত্তি হলো রবিবার কাঁথিতে।

রবিবার বিকালে কাঁথির মুকুন্দুপুরে শুভেন্দু অধিকারীর সভা ফেরত বিজেপি কর্মীদের ওপর তৃণমূল কর্মীদের হামলা অভিযোগ বিজেপির। এই ঘটনার জেরে রণক্ষেত্র কাঁথি শহর সহ সংশ্লিষ্ট এলাকা। ঘটনার জেরে বিজেপি কর্মীরা পথ অবরোধ করে কাঁথি শহর সহ বিভিন্ন জায়গায়।
রবিবার কাঁথির ঢোলমারি থেকে মুকুন্দপুর বাজার পর্যন্ত শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পদযাত্রা ছিল বিজেপির। বহু বিজেপি কর্মী সমর্থক এই পদযাত্রায় যোগ দেন। এই পদযাত্রার শেষে মুকুন্দপুরের বসন্তিয়া হাই স্কুলের মাঠে সভা করেন শুভেন্দু অধিকারী। সেই সভা ফেরত বিজেপি কর্মীদের ওপর আক্রমণ চালায় তৃণমূল কর্মীরা, বলে অভিযোগ বিজেপির। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন বিজেপি কর্মী। ঘটনার পর কাঁথি থানা ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মীরা। অবরোধ করা হয় কাঁথি দীঘা মেছেদা বাইপাস রোড।

এই ঘটনার কথা ছড়িয়ে পড়তেই বিজেপি কর্মী সমর্থকরা পথ অবরোধ করে খেজুরি থানার হেঁড়িয়া, ভগবানপুর, এগরা ও পটাশপুর সহ বিভিন্ন এলাকায়। ঘটনার জেরে দীঘা–মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়ক বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধমুক্ত করে রাস্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *