
আমাদের ভারত, ঝাড়্গ্রাম, ১৮ ফেব্রুয়ারি: মঙ্গলবার সকালে ঝাড়গ্রাম থানার পুলিশ এক মহিলা সহ দুজনের মৃতদেহ উদ্ধার করেছে। এদিন এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে রাধানগর এলাকা থেকে। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম মোটা হেম্বরম (৫০)। তার বাড়ি রাধানগর গ্রামে। গতকাল বিকেলে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি।এদিন স্থানীয় বাসিন্দারা গ্রাম থেকে কিছুটা দূরে ধানের জমিতে একটি মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ঝাড়গ্রাম থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে এলাকাবাসী জানিয়েছেন।
অন্য একটি ঘটনায় মঙ্গলবার সকালে ঝাড়গ্রাম থানার পুলিশ বৃন্দাবনপুর গ্রাম থেকে এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে। মৃতার নাম সোমবারি মুর্মু (৫০)। ঝাড়গ্রাম থানার পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত একটা নাগাদ পারিবারিক বিবাদের সময় সাহেব রাম মুরমু তার স্ত্রী সোমবারি মুর্মু কে কুড়ুল দিয়ে মাথায় আঘাত করে। এই সময় বাড়ি থেকে ছুটে পালাতে গিয়ে সোমবারি এক প্রতিবেশীর বাড়ির সামনে একটি নালায় পড়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়। পুলিশ আজ সকালে মৃত সোমবারি মুরমুর মৃতদেহটি উদ্ধার করে এবং সাহেবরামকে গ্রেপ্তার করে। দুটি মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা হাসপাতাল পাঠানো হয়েছে।