আইআইটি খড়্গপুরের ৭৩তম বর্ষ উদযাপনে বিভিন্ন অনুষ্ঠান

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ আগস্ট: আজ আইআইটি খড়গপুর ৭৩তম বর্ষে পদার্পণ করলো। দিনটিকে উদযাপন করার জন্য সারাদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই উপলক্ষে স্বামীনারায়ণ গবেষণা ইনস্টিটিউটের প্রধান মহামহোপাধ্যায় ভদ্রেশ দাস স্বামী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উত্তরপ্রদেশ সরকারের মুখ্য সচিব শ্রী দুর্গাশঙ্কর মিশ্র এবং টাটা মেডিকেল সেন্টারের ডিরেক্টর ডাঃ পি অরুণ সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

প্রধান ভবনে জাতীয় পতাকা ও ইনস্টিটিউটের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটি শুরু হয়। চেয়ার প্রফেসর অ্যাওয়ার্ডস, গীতিন্দ্র শরণ সান্যাল ফ্যাকাল্টি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস, ইয়াং অ্যালামনাই অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস, স্টাফ এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এবং ২৫ বছরের চাকরি সম্পন্ন করা প্রতিষ্ঠানের কর্মচারীদের সম্মানিত করা হয়। উদ্ভাবন, প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, সম্প্রদায় কল্যাণ, নেতৃত্ব, উদ্যোক্তা, সামাজিক প্রভাব, জাতি গঠন, জাতীয় স্বার্থ এবং পেশাদার কৃতিত্বে শ্রেষ্ঠত্বের জন্য আইআইটি খড়গপুরের ২৬ জন তরুণ প্রাক্তন ছাত্রকে ইয়াং অ্যালামনাই অ্যাচিভার অ্যাওয়ার্ড দেওয়া হয়।

মোট ৫ জন অধ্যাপককে ফ্যাকাল্টি এক্সিলেন্স অ্যাওয়ার্ড, একটি ইনস্টিটিউট চেয়ার প্রফেসর অ্যাওয়ার্ড সহ ৩২টি স্টাফ এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। প্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন ২৫ বছরের সেবার জন্য মোট ২৫ জনকে স্বীকৃতি দেওয়া হয়েছে।

One thought on “আইআইটি খড়্গপুরের ৭৩তম বর্ষ উদযাপনে বিভিন্ন অনুষ্ঠান

  1. Pingback: "India is a land of IITs, especially IIT Kharagpur which is the mother of all IITs," said Mahamohopadhyay Bhadreshdas Swami | The KGP Chronicle

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *