গ্রামের মূল রাস্তায় মদের দোকান না খোলার দাবিতে বিক্ষোভ পুরুলিয়ার ডুবকিডি গ্রামের মহিলাদের

সাথী দাস, পুরুলিয়া, ২২ ফেব্রুয়ারি: গ্রামের মূল রাস্তায় মদের দোকান করা যাবে না। এমনই দাবি নিয়ে সোচ্চার হয়ে বিক্ষোভ দেখালেন গ্রামের মহিলারা। গ্রামবাসীদের থেকে জানা গিয়েছে, পুরুলিয়ার মফঃস্বল থানার ডুবকিডি গ্রাম থেকে জেলা সদর শহর আসার মূল রাস্তার পাশে ওই মদের দোকান নির্মাণ হচ্ছে। এলাকাবাসীরা জানান, ওই চত্বরে বহু আগে মদের দোকান ছিল৷ কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে। সম্প্রতি ওই দোকান ফের খোলার অনুমতি পেয়েছেন এক ব্যক্তি। কিন্তু গ্রামবাসীরা রাস্তার উপর ওই দোকান খুলতে দিতে নারাজ।

তাঁদের দাবি, গ্রামে নেশারুদের সংখ্যা বাড়ছে। তার উপর বাড়ির কাছেই যদি মদের দোকান হয়ে যায় তাহলে সমস্যা আরও বেড়ে যাবে। বাড়ির মহিলাদের উপর অত্যাচার বাড়বে। এছাড়া নিরাপত্তা নিয়ে তাঁরা প্রশ্ন তুলেছেন। গ্রামবাসীদের দাবি, যেখানে মদের দোকান হচ্ছে তার পাশেই রয়েছে চাষের জমি। যেখানে গ্রামের মহিলারা নিয়মিত চাষের কাজ করেন। সেই ফসল নিয়ে ওই রাস্তা ধরেই পুরুলিয়া যান। আবার সন্ধ্যায় বাড়ি ফেরেন। এছাড়া ওই জায়গার পাশেই একটা পুকুর রয়েছে। যা গ্রামের অধিকাংশ মহিলা ব্যবহার করেন। পাশাপাশি ওই গ্রামের খুদে পড়ুয়া থেকে স্কুল, কলেজের ছাত্রীরা ওই রাস্তা দিয়ে পুরুলিয়া যায়। অনেক সময় সন্ধ্যার পর বাড়ি আসে। তাই ওখানে মদের দোকান হলে সেখানে অনেক নেশারুদের আড্ডা বাড়বে। ফলে তাঁদের নিরাপত্তা নিয়েও একটি আশঙ্কা থাকবে বলে দাবি গ্রামবাসীর। দাবি নিয়ে আবদারি দফতরে দ্বারস্থ হয়েছিলেন ডুবকিডি গ্রামের বাসিন্দারা। কিছুদিন আগে গ্রামবাসীদের একাংশ আবগারি দপ্তরের আধিকারিকের কাছে লিখিত আবেদনও জানান।

এই নিয়ে আবগারি দপ্তরের ওসি (সদর সার্কেল) সুদীপ্ত মুখোপাধ্যায় বলেন, আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *