
আমাদের ভারত, হাওড়া, ৬ মার্চ: বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রতিবেশী গৃহবধূর সঙ্গে সহবাস করার অভিযোগে শুক্রবার উদয়নারায়ণপুর থানার পুলিশ উদয়নারায়ণপুরের হোদলের হরিহরপুর গ্রাম থেকে রাকেশ দোলুই (২২) নামে এক যুবককে গ্রেফতার করল। ধৃতকে এদিন উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
জানাগেছে, হরিহরপুর গ্রামের গৃহবধূর স্বামী কর্মসূত্রে হায়দ্রাবাদ থাকার সুবাদে প্রতিবেশী যুবকের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। সূত্রের খবর, সেই সম্পর্কের সুবাদে রাকেশ গৃহবধূকে মিথ্যা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করে। অভিযোগ সম্প্রতি দুজনের এই সম্পর্কের কথা জানাজানি হলে গৃহবধূ রাকেশকে বিয়ের কথা বললে রাকেশ গৃহবধূকে বিয়ে করতে অস্বীকার করে। এমনকি গৃহবধূকে ও তার শিশুকে প্রাণনাশের হুমকি দেয়। এরপরেই বৃহস্পতিবার গৃহবধূ রাকেশের নামে উদয়নারায়ণপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে শুক্রবার সকালে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।
যদিও এদিন আদালতে যাওয়ার পথে অভিযুক্ত রাকেশ দাবি করে তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে।