গীতা সব ধর্মগ্রন্থের ভার বইতে পারে, কোরান অবমাননার অজুহাতে হিন্দুদের উপর হামলা প্রসঙ্গে বিবেকানন্দের কথা মনে করালেন সুকান্ত মজুমদার

আমাদের ভারত, ১৮ অক্টোবর: গীতা সব ধর্ম গ্রন্থের ভার বইতে পারে, কোরান অবমাননার অজুহাতে বাংলাদেশে হিন্দুদের উপর হামলা প্রসঙ্গে স্বামী বিবেকানন্দের কথা মনে করালেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন কোরানকে বজরং বলির পায়ের কাছে রেখে তার অসম্মান করা হয়েছে, এই অজুহাতে হিন্দুদের উপর আক্রমণ চলছে বাংলাদেশে। অথচ তদন্তে দেখা যাচ্ছে বজরং বলির পায়ের কাছে কোরান যে দুষ্কৃতীরা রেখেছিলেন তারা কেউ হিন্দু নন, তারা মুসলিম।

বাংলাদেশের ঘটনার বিরুদ্ধে রবিবার বালুরঘাটে প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, হিন্দুদের এক দেবতার পায়ের কাছে কোরান রাখা হয়েছে এই অজুহাতে অত্যাচার করা হলো, সেদেশের হিন্দুদের ওপর। মন্দির, মঠ, ধ্বংস করা হলো। ইসকনের মন্দির ধ্বংস করা হলো। সন্ন্যাসীদের হত্যা করা হলো। শুধু তাই নয় হিন্দুদের বাড়িতে ঢুকে মহিলাদের ধর্ষণ পর্যন্ত করা হল। একই পরিবারের মাকে ধর্ষণ করা হয়েছে এবং তাঁর ১০ বছরের শিশু কন্যাকেও ধর্ষণ করা হয়েছে।

তিনি বলেন, শিকাগোতে বিবেকানন্দকে ইচ্ছাকৃত ক্ষুব্ধ করতে গীতা সবার নিচে রেখে তার ওপরে অন্যান্য সমস্ত ধর্ম ধর্মগ্রন্থ রাখা হয়েছিল। খ্রিস্টান ধর্মকে মহিমান্বিত করার জন্য সবার ওপরে বাইবেলকে রাখা হয়েছিল। এক খ্রিস্টান এসে বিবেকানন্দকে বলেছিলেন দেখুন বিবেকানন্দ আপনার গীতা সবার নিচে রাখা আছে। কিন্তু বিবেকানন্দ তাতে বলেছিলেন, এই সমস্ত ধর্মগ্রন্থের ভার নেওয়ার ক্ষমতা একমাত্র গীতা-র আছে। সেইজন্যই গীতাকে সবার নিচে রাখা আছে। এটাকেই উদারতা বলে। আপনার ধর্মকে যদি কেউ কোথাও নিচে রেখে দেয় বা কারো পায়ের কাছে রেখে দেয় তাহলে কি সেই ধর্মগ্রন্থ ছোট হয়ে যায়? আবার বাংলাদেশের ঘটনায় সেটাও করেছে কিছু দুষ্কৃতী। আর তার অজুহাতে হামলা চলল, আক্রমণ চালল। আর পশ্চিমবঙ্গে বসে আব্বাস সিদ্দিকির ছাগলের মতো দাড়ি নিয়ে বলছে সেখানে হিন্দুদের সঙ্গে উচিত কাজ করা হয়েছে।

আরও পড়ুন

বাংলাদেশের উগ্র মৌলবাদী ভাবনা সেখানেই সীমাবদ্ধ থাকবে ভাবলে ভুল ভাববেন, হিন্দুদের প্রতিবাদে শামিল হবার ডাক দিলেন সুকান্ত মজুমদার

আরও পড়ুন

ভারতবর্ষে হিন্দু ধর্ম সংস্কৃতি আছে বলেই এখানে সেক্যুলারিজমের গল্প শোনা যায়, দাবি সুকান্ত মজুমদারের

আরও পড়ুন

ইদে কটা মসজিদে হামলা হয়েছে? পরমব্রতকে পাল্টা দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

অভিযোগের সুরে তিনি বলেন, আপনার ধর্মগ্রন্থে যা লেখা আছে তা আপনি মন দিয়ে পালন করুন কিন্তু তার অজুহাতে অন্য ধর্মের উপর আঘাত হানবেন তা হতে পারে না। তার হুঁশিয়ারি, বিজেপি এর বিরুদ্ধে শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *